বিল্লাল হোসেন:[২] গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তুমলিয়া ইউনিয়নে আবুবকর মিয়া বাক্কু ও মোক্তারপুর ইউনিয়নে আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা দু’জনই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।
[৩] এছাড়াও তুমলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বদরুজ্জামান সরকার মোনেন, মোক্তারপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনে আরা এবং জামালপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি প্রার্থী শায়লা জামান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
[৪] বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন পৃথকভাবে দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর ও টঙ্গী নির্বাচন কর্মকর্তা মো. ওমর ফারুক।
[৫] জানা গেছে, এ উপজেলায় আগামী ১১ মার্চ ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুবকর মিয়া বাক্কু এবং জাকের পার্টি মনোনীত মো. মনিরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন।
[৬] মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (২৪ মার্চ) জাকের পার্টি মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এতে করে তুমলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় আবুবকর মিয়া বাক্কুকে চেয়ারম্যান নির্বাচিত হন।
[৭] অপরদিকে, মোক্তারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আলমগীর হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল ছালাম প্রধান মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৪ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেন।
[৮] ফলে মোক্তারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় আলমগীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ওই ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী হোসনে আরা ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্ধিতায় সংরক্ষিত আসনে ইউপি সদস্য নির্বাচিত হন।
[৯] এ ছাড়া জামালপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী শায়লা জামান ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্ধিতায় সংরক্ষিত আসনে ইউপি সদস্য নির্বাচিত হন।সম্পাদনা:অনন্যা আফরিন