শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের সেই ৩শ কেজির বাঘ মাছ সাড়ে ৪ লক্ষ টাকা বিক্রয়

আবুল কাশেম: [২] ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতি কেজি ২৫শত টাকা থেকে ৩ হাজার টাকা করে বিক্রি করেছেন মাছ বিক্রেতা বিল্লাল হোসেন।

[৩] গত ৩দিন ধরে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ পর্যন্ত পুরো এ ৩শ কেজির বাঘ মাছ বিক্রি করে বেশি কিছু মুনাফা অর্জন করেছেন বিক্রেতা বিল্লাল হোসেন ।

[৪] উল্লেখ্য মঙ্গলবার (২৩ মার্চ) প্রথম দিকে বিকেলে মাছটি বন্দবাজারের পুরতান লাল বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন কুশিঘাটের মাছ ব্যবসায়ী বিল্লাল মিয়া। মাছটি মঙ্গলবার পর্যন্ত বিক্রি না ওয়াতে ফ্রিজাব করেন। পুণরায় বুধবার (২৪ মার্চ) মাছ বাজারে নিয়ে আসলে দিন ভর খবর পেয়ে মাছ ক্রেতারা একনজরে দেখার জন্য ভিড় করতে থাকেন।

[৫] জানা যায়, মঙ্গলবার  সিলেটের সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের কুশিঘাটের বাসিন্দা বিল্লাল মিয়া সকাল ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানান।

[৬] বিল্লাল মিয়া সেখার মাছ আড়ৎ থেকে এ ৩শ কেজির বাঘ মাছ কিনে নিয়ে সিলেটের লাল বাজার আড়ৎতে নিয়ে আসনে বিক্রির জন্য। সিলেট বাজারে মাছ দেখার জন্য দুদিন ধরে ক্রেতারা ভিড় করছেন।

[৭] বিল্লাল মিয়া আমাদের প্রতিবেদক কে জানান,এ ৩শ কেজির বাঘ মাছটি তিনি ৩ লাখ টাকা পেলে বিক্রি করে দিবেন। মঙ্গলবার থেকে বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টা পর্যন্ত মাছটি এত দামের বিক্রি করতে না পারায় বেলা ১২ টা থেকে বাজারে মাইকিং করে তিনি প্রতি কেজি ১ হাজার থেকে ৩ হাজার টাকা করে বিক্রি করে মোট সাড়ে ৪ লক্ষ টাকা বিক্রি করেন মাছ বিক্রেতা।

[৮] বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল গিয়ে লাল বাজার মাছ বাজারে দেখা যায় এ মাছ কিনতে অনেকে উৎসাহ সহকারে কিনছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মাছ বিক্রেতা বিল্লাল হোসেন জানান তিনি সফলতার সাথে এ বাঘ মাছ বিক্রি করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়