শিরোনাম
◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়ারল্যান্ড উলভসকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং টিম

রাহুল রাজ: [২] ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের ইনিংস সেরা ৬৬ রানের পর শামীমের অপরাজিত ৫৩ রানে ৪৯.৪ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান করে বাংলাদেশের দল। এক ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার রিপোর্টে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। দারুণ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পরই নেগেটিভ হওয়া রুহান প্রিটোরিয়াসের দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রামে ৭ উইকেটে ২৬৩ রান করেছিল আয়ারল্যান্ডের দলটি।

[৪] ২২০ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন শামীম। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন সুমন খান। তাতে শেষ দুই ওভারে লাগতো ২৩ রান। প্রয়োজনীয় রানটি তুলতে ৪৯তম ওভারে একটি চার ও একটি ছয় মারেন শামীম। ওই ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি করেন তিনি। শেষ ওভারে দরকার ৯ রানের, প্রথম বলে চার মেরে চাপ কমান সুমন। বাকি পাঁচ রান এসেছে পরের তিন বলে। জয়সূচক সিঙ্গেল নেন শামীম।

[৭] এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর করে আয়ারল্যান্ড উলভস। দলের পক্ষে প্রিটোরিয়াস ১২৫ বল খেলে ৯ চার ও এক ছয়ে করেন ৯০ রান। এই ওপেনারের সঙ্গে ৮৮ রানের উদ্বোধনী জুটি গড়তে ৬২ বলে ৪১ রান করেন জেমস ম্যাককলাম। এছাড়া স্টিফেন ডোহেনি ৩৭ ও অধিনায়ক হ্যারি টেক্টর ৩১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

[৮] বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান ও সুমন দুটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়