সোহাগ হাসান: [২] ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে উন্মোচিত করা হয়েছে বঙ্গবন্ধুর প্রকাশিত বই এর মোড়ক সম্বলিত দৃষ্টি নন্দন ম্যুরাল মুজিব দর্শন।
[৩] জেলার পানি উন্নয়ন বোর্ড এই ম্যুরালটি নির্মান করেছে। রবিবার সকালের সিরাজগঞ্জের শহররক্ষা বাঁধ এলাকায় ম্যুরাল উন্মোচন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
[৪] এসময় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম,পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচীব কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জেলা প্রশাসক ফারুক আহমেদ, পুলিশ সুপার হাসিবুল আলম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকির ইসলাম সান্টুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[৫] বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী এবং কারাগারের রোজনামচা এই বই দুটি মোড়কের আদলে এই ম্যুরাল নির্মানের কাজ করেছেন স্থপতি মৃনাল কান্তি। দৃষ্টিনন্দন এই ম্যুরাল দেখতে সকাল থেকেই যমুনা পাড়ে ভীর করছে মানুষ। সম্পাদনা: জেরিন আহমেদ