শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১৮ বছর কানে তানাকা অলিম্পিকের মশাল বহনের প্রস্তুতি নিচ্ছেন

রাশিদুল ইসলাম : [২] বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি কানে। আগামী মে মাসে তার হাতেই তুলে দেওয়া হবে অলিম্পিকের মশাল। ইতিমধ্যে দু’বার ক্যান্সারকে পরাস্ত করেছেন এই জাপানি নারী। কোভিড মহামারীতে বহাল তবিয়তে আছেন এবং ঠাণ্ডা পানীয় পান করতে ভালবাসেন। সিএনএন

[৩] অলিম্পিকের মশালটি যখন তার শহর শিমে দিয়ে নিয়ে যাওয়া হবে তখন তিনি এটি তার হাতে তুলে দেওয়া হবে।

[৪] কানে তানাকার পরিবার তাকে একটি হুইলচেয়ারে নিয়ে ১শ মিটার এগিয়ে যাবেন আর তার হাতে তখন শোভা পাবে প্রজ্বলিত  অলিম্পিক মশাল। মশাল হাতে কিছু দূর হেঁটে যাবেন তানাকা এরপর তা আরেকজনের হাতে তুলে দেবেন।

[৫] গত জানুয়ারি তার জন্মদিনে এক জোড়া নতুন স্টিকার্স কিনে দিয়েছেন পরিবারের সদস্যরা। তার একটিই মশাল বহনের দিন পরবেন।

[৬] এখনো প্রতিদিন অঙ্কের খেলা খেলতে ভালবাসেন তানাকা। তার ষাট বছরের নাতি ইজি তানাকা বলেছেন এই বয়সে তার দাদি এখনো সক্ষমভাবে দিনযাপন করছেন এবং অলিম্পিকের মশাল বহনের সময় তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবেন নিঃসন্দেহে।

[৭] এর আগে ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছরের আইদা জেমাঙ্কু অলিম্পিক মশাল বহন করেন। এছাড়া ২০১৪ সালে ১০১ বছরে রুশ টেবিল টেনিস খেলোয়াড় আলেজান্ডার ক্যাপতারেনকো শোচি শীতকালীন অলিম্পিকের মশহাল বহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়