শিরোনাম

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৫ মাস কর্মস্থলে অনুপস্থিতি থেকে বেতন উত্তোলনের অভিযোগ স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে

সোহাগ রহমান : সিরাজগঞ্জ সদর উপজেলার কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মুরর্শিদা মহলের বিরুদ্ধে ৫ মাস কর্মস্থলে অনুপস্থিতি থেকে বেতন-ভাতাসহ সরকারী সকল সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।

কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি রত্না খাতুনের একটি পোষ্টে দেখা যায়, গত অক্টোবর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত এই কমিউনিটি ক্লিনিকে মুরর্শিদা মহল উপস্থিত না থেকে সোমবার (১ মার্চ) ২০২১ তারিখে উপস্থিত হয়ে পুরো ৫ মাসের হাজিরা খাতায় স্বাক্ষর করে। এমন একটি ক্যাপশনসহ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে তোরপার শুরু হয়।

মঙ্গলবার (২ মার্চ)  সিএসসিপি রত্না খাতুন বিষয়টি নিশ্চিত করেন বলেন, স্বাস্থ্য সহকারী মুরর্শিদা মহলের সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিন দিন উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘ ৫ মাস কর্মস্থালে উপস্থিত ছিলেন না। গত সোমবার (১ মার্চ) এসে পুরো ৫ মাসের হাজিরা খাতায় স্বাক্ষর করে। আজ (মঙ্গলবার) তিনি আসেনি। হাজিরা খাতায়ও কোন স্বাক্ষর করেনি।

এ ব্যাপারে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী মুরর্শিদা মহল কথা বলতে রাজি হন না।

এ বিষয়ে উপজেলা প .প কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা বলেন, বিষয়টি আমি জেনেছি। জানার পর সাথে সাথে আমি একজনকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, কমর্স্থলে না থেকে এবং চাকুরী না করেই বেতন ভাতা উত্তোলন একটি জঘন্যতম অপরাধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়