জামাল হোসেন খোকন: [২] চুয়াডাঙ্গা জীবননগর পৌর এলাকায় লক্ষীপুর ব্রীজ মোড়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
[৩] সভায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মুন্সী আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার,দামুড়হুদা সার্কেল আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, ওসি অপারেশন সুখেন্দু,নবনির্বাচিত কাউন্সিলর সাংবাদিক জামাল হোসেন খোকন।
[৪] এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাজী আব্দুল ওহাব,আওয়ামীলীগ নেতা লিটন খাঁন,শাহআলম, খোকন খাঁন, আব্দুল কুদ্দুস, খসরু খাঁন,শাহাদত,যুবলীগ নেতা আব্দুল হাকিম, ছমির খাঁন, কামরুল ছাত্রলীগ নেতা সুজন, লাভলু, আরিফুল ইসলাম, রকিমসহ এলাকার দুইশাধিক নারী পুরুষ।
[৫] এ সময় সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
[৬] অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ ও দুইনং বিট পুলিশিং এর দায়িত্বরত অফিসার এস আই নাসিরুল আলম। সম্পাদনা: সাদেক আলী