শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৪ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটিশ গণতন্ত্রকে ধ্বংস করছেন বরিস জনসনের প্রেমিকা! তদন্তের দাবী

লিহান লিমা: [২] ব্র্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের প্রেমিকা ও সন্তানের মা ক্যারি স্যামন্ডস ডাউনিং স্ট্রিটের অনানুষ্ঠানিক চিফ অব স্টাফ হয়ে উঠেছেন দাবী করেছেন ব্রেক্সিট প্রচারণার সময় স্যামন্ডের সঙ্গে কাজ করা নিক কর্নার। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারে স্যামন্ডের অনির্বাচিত এবং অগণতান্ত্রিক ভূমিকা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। ডেইলি মেইল, স্কাই নিউজ, বিবিসি

[৩]নিক আরো বলেন, টোরি দলের সাবেক যোগাযোগ নির্বাহী স্যামন্ডসের বিরুদ্ধে তার এই অভিযোগ কোনো লিঙ্গ বিদ্বেষ থেকে নয়। কিন্তু স্যামন্ডস সত্যিই ডাউনিং স্ট্রিটে নিজের বন্ধু ও মিত্রদের নিয়োগ দিচ্ছেন এবং শত্রুদের সরাতে প্রভাব খাটিয়েছেন। কিন্তু তার কোনো জবাবদিহিতা বা দায়বদ্ধতা নেই।

[৪]ব্রিটেনের কনজারভেটিভ থিংক-ট্যাংক দ্য বোউ গ্রুপ সরকারে স্যামন্ডেসের সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছে। দ্য বোউ গ্রুপ জানায়, ডাউনিং স্ট্রিটকে এ বিষয়টি অবশ্যই স্পষ্ট করতে হবে। বোউ গ্রুপের চেয়ারম্যান বেন হ্যারিস-কুইনি বলেন, ‘মিস স্যামন্ডস কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, তাকে কোনো পদে নিয়োগ দেয়া হয় নি, সরকারের কোথায় কে নিয়োগ পাবেন তা নির্ধারণে তার কোনো আইনী বা সংবাবিধানিক এখতিয়ার নেই।’

[৫]২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদানের ঘোষণা দেন স্যামন্ডস ও জনসন। তখন থেকেই তারা সন্তান উইলফ্রেডকে নিয়ে ডাউনিং স্ট্রিটে থাকছেন। বর্তমানে টোরি দল বা ব্রিটিশ সরকারে তার কোনো আনুষ্ঠানিক পদ নেই। তবে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এর আগে উঠে এসেছে, তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন কল্যাণমূলক ইস্যুতে পরামর্শ দেন, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে মতামত দেন এবং নিজের প্রভাব খাটান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়