শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৪ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটিশ গণতন্ত্রকে ধ্বংস করছেন বরিস জনসনের প্রেমিকা! তদন্তের দাবী

লিহান লিমা: [২] ব্র্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের প্রেমিকা ও সন্তানের মা ক্যারি স্যামন্ডস ডাউনিং স্ট্রিটের অনানুষ্ঠানিক চিফ অব স্টাফ হয়ে উঠেছেন দাবী করেছেন ব্রেক্সিট প্রচারণার সময় স্যামন্ডের সঙ্গে কাজ করা নিক কর্নার। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারে স্যামন্ডের অনির্বাচিত এবং অগণতান্ত্রিক ভূমিকা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। ডেইলি মেইল, স্কাই নিউজ, বিবিসি

[৩]নিক আরো বলেন, টোরি দলের সাবেক যোগাযোগ নির্বাহী স্যামন্ডসের বিরুদ্ধে তার এই অভিযোগ কোনো লিঙ্গ বিদ্বেষ থেকে নয়। কিন্তু স্যামন্ডস সত্যিই ডাউনিং স্ট্রিটে নিজের বন্ধু ও মিত্রদের নিয়োগ দিচ্ছেন এবং শত্রুদের সরাতে প্রভাব খাটিয়েছেন। কিন্তু তার কোনো জবাবদিহিতা বা দায়বদ্ধতা নেই।

[৪]ব্রিটেনের কনজারভেটিভ থিংক-ট্যাংক দ্য বোউ গ্রুপ সরকারে স্যামন্ডেসের সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছে। দ্য বোউ গ্রুপ জানায়, ডাউনিং স্ট্রিটকে এ বিষয়টি অবশ্যই স্পষ্ট করতে হবে। বোউ গ্রুপের চেয়ারম্যান বেন হ্যারিস-কুইনি বলেন, ‘মিস স্যামন্ডস কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, তাকে কোনো পদে নিয়োগ দেয়া হয় নি, সরকারের কোথায় কে নিয়োগ পাবেন তা নির্ধারণে তার কোনো আইনী বা সংবাবিধানিক এখতিয়ার নেই।’

[৫]২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদানের ঘোষণা দেন স্যামন্ডস ও জনসন। তখন থেকেই তারা সন্তান উইলফ্রেডকে নিয়ে ডাউনিং স্ট্রিটে থাকছেন। বর্তমানে টোরি দল বা ব্রিটিশ সরকারে তার কোনো আনুষ্ঠানিক পদ নেই। তবে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এর আগে উঠে এসেছে, তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন কল্যাণমূলক ইস্যুতে পরামর্শ দেন, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে মতামত দেন এবং নিজের প্রভাব খাটান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়