শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া গৌরবের : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেছেন, পৃথিবীতে অনেক প্রমাণ আছে তাদের ভাষা কালের স্রোতে বিলুপ্ত হয়ে গেছে। সেখানে ইউনেস্কোর মাধ্যমে বাংলাভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মহা গৌরবের বিষয়।

[৩] তিনি বলেন, বাঙ্গালি জাতির জন্য ২১ শে ফেব্রুয়ারি বহু তাৎপর্য বহন করে, প্রভাতফেরি কিংবা শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় । বাঙ্গালি জাতি এ দিনকে ধারণ ও লালন করে।

[৪] বিভাগীয় কমিশনার মহান ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৫] জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী কমিশনার নাজমা বিনতে আমীন এর সঞ্চালনায় এসময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি আনোয়ার হোসেন , পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৬] অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত ও বিশিষ্ঠ লেখক আবুল মোমেন। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি শোক থেকে সংগ্রামে পরিনত হয়েছে। পাকিস্তানকে বাঙ্গালি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে আমরা তোমাদের সাথে নেই। তার বাস্তবচিত্র বাংলাদেশের ধারাবাহিকভাবে উন্নয়ন। সকল সূচকেই বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

[৭] তিনি আরো বলেন, এপ্রজন্মকে বাঙ্গালি সংস্কৃতিকে ধারণ করতে হবে। সকল ক্ষেত্রে বাংলা ব্যবহার করতে হবে। বাংলাই বাঙ্গালির গর্বের জায়গা। ১৯৯৯ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বাংলাভাষা। বিশ্বের ১৮৮ টি দেশ আন্তর্জাতিক ভাষা হিসেবে পালন করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়