শিরোনাম
◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকের আহমেদ : মাদ্রাসায় ধর্ষণ, আমার জবানবন্দি

শাকের আহমেদ : মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক রকম আলোচনা-সমালোচনা রয়েছে, থাকবে। তবে আমি সুনির্দিষ্টভাবে কওমি মাদ্রাসার কথা বলতে চাচ্ছি। কারণ আমার অল্পবিস্তর যে অভিজ্ঞতা, তা কওমি মাদ্রাসা নিয়েই। আরেকটু আগ বাড়িয়ে বলতে গেলে কওমি মাদ্রাসাগুলোয় যে ছাত্ররা ধর্ষণের স্বীকার হয়, সে বিষয়ে আমার কিছু কথা ও অভিজ্ঞতা তুলে ধরাই এ লেখার মূল উদ্দ্যেশ্য।

অনেকে হয়তো মনে করছেন এ বিষয়ে আমার কলম ধরা ঠিক হয় নি। তাঁদের উদ্দেশ্যে আমি দু'তিনটে কথা বলতে চাই।
এক. গত কয়েক মাস ধরে আমি ভালোরকমের মানসিক বিকারগ্রস্ত। অবসাদের আধিক্যে একাধিকবার 'হতাশ' হয়েছি জীবনের প্রতি, নিরাশ হয়েছি অন্য দশটা মানুষের মতো বেঁচে থাকার প্রতি । সে মানসিক চাপ কখনো বাড়ছে আবার কখনো কমছে। থামতে চাইছেই না। পড়ালেখায়ও মন বসছে অনেক মাস হয়ে গেলো।তাই চিন্তা করলাম বিষয়টা লিখলে, সবাইকে জানালে হয়তো একটু হালকা হতে পারি।

দুই. অনেকেই, বিশেষত অনেক মাদ্রাসাশিক্ষক ও ছাত্ররা এ নির্যাতনের কথা দিবালোকের ন্যায় জানা স্বত্ত্বেও কী যেন অজ্ঞাত কারনে তারা এসবকে 'ইহুদি-খ্রিস্টানদের ষড়যন্ত্র' ও 'মিডিয়ার চক্রান্ত' হিশেবে উপস্থাপন করতে চান। এমনকি সেদিন ইউটিউবে দেখলাম সৈয়দ ফয়জুল করিমও এক সংবাদ সম্মেলনে 'মাদ্রাসায় বলাৎকারে'র প্রশ্নে সাংবাদিকদের এসবকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উত্তর দিলেন। আমি বলতে চাই, শুধু একজন ফয়জুল করিম নন, এমন হাজার হাজার ফয়জুল করিম এখনো আছেন। তাঁরা মাদ্রাসায় শিশু-নির্যাতনের ঘটনাগুলোকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে আখ্যায়িত করতে চান। একদু'টো ঘটনা হলে এসবকে বিচ্ছিন্ন ঘটনা বলা যেতো, কিন্তু যে পরিমাণে এসব দূর্ঘটনা ঘটছে। তাতে আমি কিছুতেই বিচ্ছিন্ন ঘটনা বলতে পারছি না। অক্ষমতা প্রকাশ করছি।

তিন, আমি জানতে পেরেছি, দু'হাজার উনিশের জুলাইয়ে ফেসবুকে নিজেসহ অন্যান্য মাদ্রাসাশিক্ষার্থীদের যৌন-নির্যাতনের কয়েকটি ঘটনা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মীর হুজায়ফা মামদূহ নেহাল। নেহাল ভাইয়ের এ পোস্টে একজন "মাদ্রাসায় আসলে এগুলো ঘটে না, ঘটলে ভুক্তভোগীদের দিক থেকে প্রতিবাদ হতো" বলে মন্তব্য করেন। এ ধরনের মন্তব্যগুলো আমাকে এ জবানবন্দি লিখতে উদ্বুদ্ধ করেছে। কারন, আমিও একজন ভুক্তভোগী। ভুক্তভোগীরা কথা বলে না বলে তারা এ বিষয়টাকে ধামাচাপা দেয়ার ব্যার্থ চেষ্টা করছে অথবা মিথ্যে আখ্যায়িত করতে চাচ্ছে। সুতরাং আমি মনে করি, ভুক্তভোগীদেরই এবার মুখ খুলতে হবে। কারন, মাদ্রাসাও তাঁদের কথা বলবে না, সমাজও তাঁদের কথা বলবে না। তাঁদের কথা তাঁদেরকেই বলতে হবে।

চার, এ বিষয়ে কলম ধরার অন্যতম কারন হিশেবে আমি বলতে চাই, অনেককে বিষয়টি বলতে চেয়েও বলতে পারি নি। বিশেষত মা-বাবা ও বড়ো ভাই-বোনদের কথা বলছি। তা ছাড়াও সামগ্রিকভাবে সবধরনের মানুষকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা ও বোঝানো আমার এ লেখার অন্যতম উদ্দেশ্য। তা ছাড়াও সামগ্রিক পরিস্থিতি বিবেচনাপূর্বক আমাকে এ বিষয়ে লিখতেই হচ্ছে। এসব ছাড়া আমি আর কোনো কারন দর্শাতে চাচ্ছি না। তবে, সবচেয়ে বড়ো কারন হিশেবে আমি আমার অক্ষমতাকে দাঁড় করাচ্ছি।

-আমি প্রায় নয়-দশ বছর কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি। এ সময়ে আমি টাঙ্গাইলের তিনটে মাদ্রাসা ও ঢাকার একটি মাদ্রাসায় পড়েছি। মোলেস্টেশনের শিকার হয়েছি টাঙ্গাইলে। দেলদুয়ারের আলা-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল উলুম মুশুরিয়া মাদ্রাসায়। এ মাদ্রাসার নাম উল্লেখ করে আমি মাদ্রাসার দূর্নাম করতে চাই নি। মানুষদের জানাতে চেয়েছি। তা ছাড়াও প্রায়শই যেহেতু মাদ্রাসসমূহে এসব ঘটছে। সে কারনে একটি মাদ্রাসার নাম উল্লেখ করা বা না করা নির্রথকই।

আমরা জানি, মাদ্রাসার ছাত্ররা কতো রকম নির্যাতনের শিকার হয়। সত্যি কথা বলতে, শিক্ষকদের উন্মাদের মতো বেত্রাঘাত, শিক্ষক অথবা ছাত্র কর্তৃক শিশু-ধর্ষণসহ সমূহ-নির্যাতন বন্ধের সম্ভাবনা না থাকলে আমি এসব মাদ্রাসা চলতে দেওয়ার অনেকটাই বিপক্ষে। খুব অবাস্তব মনে হলেও একই কথা আমাদের দেশের মূলধারার বিদ্যালয়গুলোর বেলায়ও খানিকটা সত্য। তবে বিদ্যালয়গুলোর অবস্থা মাদ্রাসাগুলোর মতো এখনো অতোটা নিম্নস্তরে পৌঁছে নি।

প্রসঙ্গে ফিরে যাই। আমাদের পাঁচ ভাই-বোনের চতুর্থ আমি। আমার বাবা একজন আলিম। মামাদের সবাইও আলিম। সে থেকেই আমাকেও অন্যান্য ভাইয়েদের মতো ছোটোকালে বাবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমি সম্পূর্ণ কোরআন মজিদের হাফিজ হতে প্রায় চার বছর বা সাড়ে চার বছরের মতো সময় মাদ্রাসায় অতিবাহিত করি। এ সময়টাতে আমি প্রায় চার-পাঁচবার ধর্ষণের শিকার হই। দশ-এগারো বছর বয়েসে যখন আমি কিছুই বুঝি না সময়েই আমাকে হস্তমৈথুনও শিখিয়ে দেয় মাদ্রাসার এক বড়ো ছাত্র। তা ছাড়া শিক্ষক কর্তৃক গোরুর মতো 'বেত্রাঘাত', বড়ো ছেলেদের কর্তৃক অনর্থক চড়-থাপ্পড়, নোংরা ও অশ্লীল ভাষায় গালাগাল ও ধমকিও ছিলো আমার নিত্যদিনের সঙ্গী।

আমার জীবনের এ ঘটনাগুলো কখনোই কাউকে বলি নি। অথবা বোধ, লজ্জা ও সাহসের কারনে কখনো বলা হয়ে ওঠে নি। এমনকি আমার আম্মাকে সে ক'দিন আগে 'কেঁদে-কেঁদে' একটু করে বলেছিলাম। এ কারনে তিনি বাবাকে বকাঝকাও করেছিলেন। বড়ো ভাইয়েকেও তারপরে একদিন বলেছিলাম ম্যাসেজে। অবশ্যি সে গল্প-কাহানি এখন কাউকে বলে কোনো লাভ নেই। সময় মতো বলা হলেও কোনো লাভ হতো কিনা সে আমি জানি না। হয়তো তখন বলা হলেও মা-বাবা জানতেন। সাথে মাদ্রাসা কর্তৃপক্ষও এ ঘটনা ভালোভাবে জানতে সক্ষম হতো। কিন্তু আমার বাবা হয়তো মাদ্রাসার সম্মান রক্ষার্থে অথবা একজন পিতা হিশেবে আপন সম্মান রক্ষার্থে একটি মামলাও করতেন না। আর মাদ্রাসা কর্তৃপক্ষ নিশ্চয় মাদ্রাসার 'সুনাম' রক্ষার্থে তা গোপনই রাখতেন।

তাছাড়াও আমরা মাদ্রাসায় দেখেছি, অপরাধীদের বহিষ্কৃত তো করাই হয়ই নি, বরং উল্টো অনেকসময় ওদের কোনো বিচারই হয় নি। বিপরীতে 'ছোটো-ছেলেদের'কে যারা কিছু বোঝে না এ কারনে ওদেরকে ভীতিপ্রদর্শন করা হয়েছে এবং ওদেরকে কথিত 'নাসিহা' করা হয়েছে। যার ফলশ্রুতিতে অপরাধীরা 'চুনোপুটি' থেকে 'রাঘববোয়াল' হতেও বেশি সময়ের প্রয়োজন হয় নি। ওরা ওদের ইচ্ছেমতো ছোটোদের অশ্লীল কথা বলতে দেখেছি, দেখেছি ছোটো ছেলেদের স্পর্শকাতর সমূহ-স্থানে স্পর্শ করতেও। এবং কিছু 'দরবেশ'দের দেখেছি নাসিহা না করে উল্টো ভিক্টিমদের টীকা-টিপ্পনী কাটতে, হাবিজাবি বলে ক্ষেপাতে। কিন্তু আমি ওদের দোষারোপ করতে চাই না, আমি দোষারোপ করতে চাই ওদের পরিবেশের, ওদের হুজুরদের এবং ওদের হুজুরদের কথিত হিকমাহ'র।

-লিখলে হয়তো আরো অনেক কিছুই লেখা যেতো, তবে লেখাটা আরো দীর্ঘ হয়ে যেতো, যে কারনে পাঠকদের মনোযোগ হারানোর আশঙ্কা থাকে। তাছাড়াও স্রেফ লেখালেখির মাধ্যমেই এসবের সংশোধন সম্ভব নয়, সম্ভব হবে সর্বমুখী প্রতিবাদ ও প্রচেষ্টায়। আমি চাই সংশোধন হোক। সবাই এগিয়ে আসুক।

সূত্র- ফেসবুক থেকে

মাদ্রাসায় ধর্ষণ: আমার জবানবন্দি

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক রকম আলোচনা-সমালোচনা রয়েছে, থাকবে। তবে আমি...

Posted by Saker Ahmmed on Saturday, February 20, 2021

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়