আর রাজী: আবারও স্মরণ করি-আপনারা সবাই নিশ্চয়ই জানেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রাণ হচ্ছে ভোট। ভোট ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র বাঁচে না। এই ভোট আর ভোট ব্যবস্থাপনার যথাযথতাই একটা গণতান্ত্রিক সমাজের সকল কর্মী, আইন-কানুন ও প্রতিষ্ঠানের নীতি-নৈতিকতা-নায্যতার ভিত্তি। সেই ভোট ও ভোট-ব্যবস্থাকেই খুন করা হয়েছে।
এই খুনের চেয়ে বড় পাপ আর কিছু নেই, হতে পারে না। এই পাপ থেকে মুক্তি না মিললে কোনো প্রতিষ্ঠান, কোনো নীতি-নৈতিকতা-আইন-কানুন টিকে থাকতে পারে না। মাঝে মাঝেই দেখি, নানান জনের নানান খুচরা পাপ নিয়ে আলোচনা হয়। আদি পাপ নিয়ে কথা না বলে অন্য সব খুচরা আলাপ তোলা যে আদি পাপকে আরও ভারি করে ফেলা, শিক্ষিত-বাঙালির তা না-জানার কথা নয়। কিন্তু তারপরও যতো সব হিবিজিবি প্রসঙ্গে তারা ইনিবিনিয়ে নিরন্তর কথা বলে চলেছেন।
ভাইলোক, আপনারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে হয়তো সফল হচ্ছেন। আর যতোখানি আপনারা সফল হচ্ছেন, এই রাষ্ট্র ও সমাজ ততোখানি অধঃপাতে যাচ্ছে। জানি, আপনার পা রাখা আছে অন্য বিশ্বে, আপনার সন্তানের পকেটে আছে বিদেশি পাসপোর্ট; তাই এই ঘরে আগুন লাগা নিয়ে আপনাদের বিকার নেই। কিন্তু মনে রাইখেন, ‘কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারে দেখি কালের শীর্ষে, কাল তারা পদানত। ফেসবুক থেকে