শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দায়িত্ববান যাকেই প্রশ্ন করছি সেই এড়িয়ে যাচ্ছে, উত্তর দিতে পারছে না: পাপন

রাহুল রাজ : [২] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কোথায় সমস্যা হচ্ছে জানতে চেয়ে দফায় দফায় আলোচনায় বসছেন তিনি।

[৩]বুধবার (১৭ ফেব্রæয়ারি) জাতীয় নির্বাচক, বিসিবির পরিচালকবৃন্দ ও তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) তার বাসভবনে জাতীয় দলের কোচিং স্টাফদের ডেকেছেন। বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে গণমাধ্যমে তিনি বলেন, ‘আজ আরেকটি মেজর মিটিং আছে কোচিং স্টাফদের সঙ্গে। আমি তাদের কাছে জানতে চাইবো সমস্যা কোথায়? এটা বসার পর ওদেরকে বলবো যে, কী করতে হবে সামনের দিনগুলোতে।’

[৪]বুধবার ১৭ ফেব্রæয়ারি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘ওদের কাছে জানতে চেয়েছিলাম কে সিদ্ধান্ত নিচ্ছে, কে পরিকল্পনা সাজাচ্ছে? মূলত আমি আগের সঙ্গে কোনো পরিকল্পনায় মিল পাচ্ছি না। এজন্য খুঁটিনাটি সব জানতে চাই। ওরা বলেছে, এই জায়গায় সমস্যা। আমি বললাম, কেন সমস্যা হচ্ছে। আগে তো সব কিছু তাদের চাপিয়ে দেওয়া হতো। এখন তো সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে। তাহলে কেন ফল আসছে না?’

[৫]নাজমুল হাসানের দাবি, বোর্ড ও দলের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। যা মোটেও ভালো নয়। তার ভাষ্য, ‘আগে খালেদ মাহমুদ সুজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। সে বোর্ড ও দলের মধ্যে যোগাযোগ রাখতেন। আমরা দলের সামগ্রিক অবস্থা সব জানতে পারতাম। আর কেউ না জানলেও আমি জানতে পারতাম। এখন আমরা কেউ জানি না। এটা বিরাট কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। দায়িত্ববান যাকেই প্রশ্ন করছি সেই এড়িয়ে যাচ্ছে। উত্তর দিতে পারছে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়