রাজু চৌধুরী : [২] নগরীর কোতোয়ালী থানাধীন টাইগার পাসের নিকটবর্তী আটমার্চিং মোড়স্থ ফোর স্টার সিএনজি পাম্প এর সামনে থেকে মোঃ রাসেল (৪৫) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] রোববার (১৪ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, এসআই মোঃ মোমিনুল হাসান, এএসআই অনুপ কুমার বিশ্বাস শনিবার গভীর রাতে ডিউটি করাকালীন ছদ্দবেশী চোরকে আটক করা হয় ।
[৪] মোঃ রাসেল (৪৫), পিতা-মৃত সেকেন্দার, স্টেশন রোড, বানিয়াটিলা, আব্দুর রহমান কমিশনার বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম। ১০ বছর আগে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ডান পায়ে, ডান হাতে আঘাত প্রাপ্ত হওয়ায় বর্তমানে সে খুঁড়ে খুঁড়ে হাঁটে।
[৫] সে তার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে ভিক্ষার রূপ নেয়। তাকে এলাকায় হোয়াট রাসেল নামেও চিনে। আটককৃত ব্যক্তি একজন পেশাদার চোর। এসআই মো.মোমিনুল হাসান জানান, ধৃত ব্যক্তিকে লক্ষ্য করেন এবং ওই ব্যক্তির অসংলগ্ন কথাবার্তা সন্দেহ হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, সে মোবাইল দুইটি ইস্পাহানী ম্যাজিস্ট্রেট কলোনীর এক বাসা হতে চুরি করেছে এবং মোবাইল দুইটি বিক্রয় করার জন্য ঐ স্থানে অবস্থান করছিল।
[৬] মহানগরীর বিভিন্ন স্থানে বাসাবাড়ী থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণ চুরি করে এবং চোরাই জিনিসপত্র সুযোগবুঝে স্বল্প মূল্যে বিক্রয় করে থাকে। আর সামনে মানুষ আসলে ছদ্মবেশে ভিক্ষাবৃত্তি শুরু করে।