শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ালেন অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক: ১০০ ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিজের কাধে তুলে নিলেন এই বলিউড অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে অর্জুন কাপুর জানান, ভালবাসার মৌসুম শুরু হয়েছে।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে মানুষ যখন নিজেদের প্রিয়জনদের জন্য বিশেষ কিছু করতে চাইছেন, সেই সময় অন্য রাস্তায় হাঁটছেন তিনি। নিজের পরিচিতির পরিধি বাড়াতে অর্জুন তাই সাহায্য করতে চাইছেন অচেনা অসহায় মানুষদের। বিডি প্রতিদিন, জি ২৪ নিউজ 

ক্যানসার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন অর্জুন কাপুর। ওই সংস্থার মাধ্যমেই ১০০ ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসার দায়িত্ব নেন অভিনেতা। কেমোথেরাপি থেকে রেডিওথেরাপি, সংশ্লিষ্ট রোগীদের জন্য যা যা করণীয়, সেই হিসেবে তাদের বার্ষিক এক লাখ টাকা করে আর্থিক সাহায্য করবেন অর্জুন কাপুর। অসহায় মানুষদের জন্য কিছু ভাবতে পেরে এবং করতে পেরে ভাল লাগছে বলেও জানান অর্জুন।

এদিকে, মাত্র 'ভূত পুলিশ' ছবির শ্যুটিং শেষ করেছেন অর্জুন কাপুর। এই ছবিতে জ্যাকুলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতম এবং সাইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন কাপুর। 'ভূত পুলিশ' ছবির শ্যুটিং উপলক্ষ্যে হিমাচল থেকে ফিরে আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছে অভিনেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়