শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন প্রয়োগে বর্ণবাদ এবং জাতিগত বিভেদের অভিযোগ

মাহামুদুল পরশ: [২]গতবছর যুক্তরাষ্ট্রে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরই চিকিৎসার ক্ষেত্রে বর্ণবাদ এবং জাতিগত বেষম্যের ইঙ্গিত দিয়েছিলেন দেশটির গণস্বাস্থ্য অধিদপ্তর এবং সমাজ বিশ্লেষকরা। করোনাকালীন পরিস্থিতিতে সেই ইঙ্গিতের বাস্তবিক প্রতিফলন দেখা গিয়েছিলো। করোনাকালীন সময়ে কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক এবং অন্যান্য জাতি-গোষ্ঠীর সদস্যরা বর্ণবাদ এবং জাতিভেদের শিকার হয়েছিলেন। আল-জাজিরা, ইনভার্সযোন

[৩] তবে এখন করোনার ভ্যাকসিন প্রয়োগেও সেই সকল জাতিগোষ্ঠী, বর্ণবাদ এবং জাতিভেদের শিকার হতে পারে বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা।

[৪]এভোকেসি গ্রুপের প্রতিষ্ঠাতা ডা.উসে ব্যাকটক বলেন, আমাদের ঐসব জনগোষ্ঠীর ভ্যাকসিন নিশ্চিত করতে হবে যাদের ভ্যাকসিন সবচেয়ে বেশি প্রয়োজন। একই সঙ্গে তাদের দিকেও খেয়াল রাখতে হবে যারা যুগের পর যুগ বর্ণবাদ এবং জাতিভেদের শিকার হয়ে আসছে।

[৪]শুক্রবার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন ৬০.৪ শতাংশ শ্বেতাঙ্গ এবং ৩৯.৬ শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠী। এর মধ্যে হিসপ্যানিকরা ভ্যাকসিন পেয়েছে ১১.৫ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ৫.৪ শতাংশ। সম্পাদনা: সুমাইয়া ঐশী, আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়