শিরোনাম
◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন প্রয়োগে বর্ণবাদ এবং জাতিগত বিভেদের অভিযোগ

মাহামুদুল পরশ: [২]গতবছর যুক্তরাষ্ট্রে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরই চিকিৎসার ক্ষেত্রে বর্ণবাদ এবং জাতিগত বেষম্যের ইঙ্গিত দিয়েছিলেন দেশটির গণস্বাস্থ্য অধিদপ্তর এবং সমাজ বিশ্লেষকরা। করোনাকালীন পরিস্থিতিতে সেই ইঙ্গিতের বাস্তবিক প্রতিফলন দেখা গিয়েছিলো। করোনাকালীন সময়ে কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক এবং অন্যান্য জাতি-গোষ্ঠীর সদস্যরা বর্ণবাদ এবং জাতিভেদের শিকার হয়েছিলেন। আল-জাজিরা, ইনভার্সযোন

[৩] তবে এখন করোনার ভ্যাকসিন প্রয়োগেও সেই সকল জাতিগোষ্ঠী, বর্ণবাদ এবং জাতিভেদের শিকার হতে পারে বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা।

[৪]এভোকেসি গ্রুপের প্রতিষ্ঠাতা ডা.উসে ব্যাকটক বলেন, আমাদের ঐসব জনগোষ্ঠীর ভ্যাকসিন নিশ্চিত করতে হবে যাদের ভ্যাকসিন সবচেয়ে বেশি প্রয়োজন। একই সঙ্গে তাদের দিকেও খেয়াল রাখতে হবে যারা যুগের পর যুগ বর্ণবাদ এবং জাতিভেদের শিকার হয়ে আসছে।

[৪]শুক্রবার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন ৬০.৪ শতাংশ শ্বেতাঙ্গ এবং ৩৯.৬ শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠী। এর মধ্যে হিসপ্যানিকরা ভ্যাকসিন পেয়েছে ১১.৫ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ৫.৪ শতাংশ। সম্পাদনা: সুমাইয়া ঐশী, আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়