শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে জামদানি কারিগরকে হত্যা

এমএ হাকিম: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইলুমদী কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে। তিনি পেশায় জামদানি শাড়ী তৈরির কারিগর বলে জানা গেছে।

[৩] বৃহম্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ইলুমদী মদিনাতুল উলুম মাদ্রাসার সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে। মৃতের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে।

[৪] এর আগে বুধবার দিবাগত রাত ৮টার দিকে তিনি একই এলাকার জাইদুলের চায়ের দোকানে চা খাওয়ার পর তাকে পাওয়া যাচ্ছিল না বলে মৃতের পরিবারের লোকজনের দাবি ছিল। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

[৫] মৃতের মেয়ে মারুফা জানান, তার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না। তিনি সহজ সরল ব্যক্তি ছিলেন। পেশায় জামদানি কারিগর ছিলেন। তিনি আরও বলেন, পাশেরই এক নারীর সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে ছিলেন বলে তাকে সন্দেহ করা হতো। এনিয়ে আমার মা নাজমা বেগম বেশ কয়েক বার বাবাকে বকাঝকা করেন।

[৬] ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার এসআই সজিব বলেন, মৃতের শরীরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তাকে কে বা কারা হত্যা করেছে। তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। আশা করছি মৃত্যুর কারণ দ্রুত সময়ের মধ্যেই বের করা সম্ভব হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়