জাহাঙ্গীর লিটন: [২] রোববার (০৭ জানুয়ারি) স্বাস্থ্য বিভাগের উদ্যেগে একযোগে জেলার ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মোট ১১টি বুথে এ কার্যক্রম শুরু হয়।
[৩] ১ম দিনে ২ হাজার ২ শত জনকে টিকা দেয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষ্যে জেলা সদর হাসপাতালে করোনার টিকা নেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।
[৪] রামগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা। এদিকে কমলনগর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
[৫] উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকেই করোনার টিকা নিয়েছেন তাদের কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাই গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিয়ে করোনাকে জয় করার আহবান জানান এ সাংসদ। সম্পাদনা: জেরিন