ইমদাদুল হক : সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্কুল শিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামি রিদয়কে (১৭) প্বাশবর্তী ধামরাই উপজেলা ইসলামপুর থেকে আটক করেছে পুলিশ।
[৩] রোববার ভোরে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লার রিদয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] এর আগে শনিবার রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় স্কুল শিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয় ও তার সহযোগীরা।
[৫] গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকার টেক এলাকায় ঝন্টু মিয়ার ছেলে।
[৬] নিহতের চাচাতো ভাই রাজু বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যার হুমকি দিয়েছিল লিডার হৃদয়। শনিবার রাতে রোহান তার তিন বন্ধুকে নিয়ে ব্যাংক কলোনি এলাকার এসিড স্কুলের সামনে মুড়ি মটকা নামে একটি রেস্টুরেন্টের সামনে যাওয়ার পর সেখানে আগে থেকেই ওৎপেতে থাকা কিশোর গ্যাং লিডার হৃদয়, রাহিদ খান ও শুভসহ কিশোর গ্যাংয়ের ২০ থেকে ২৫ জন সদস্য তার ওপর হামলা চালায়।
[৭] একপর্যায়ে হৃদয় রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৮] সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যা করেছে হৃদয় ও তার সহযোগীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
[৯] তবে এঘটনা দুই দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। রবিবার রাতে মামলা দায়েরের পর সোমবার আসামী রিদয়কে আদালতে প্ররণ করা হতে পারে।
[১০ ] ওসি এফ এম সায়েদ জানান, মুলহোতাকে আটক করা হয়ে। তার তথ্যের ভিত্তিতে বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানান।