শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজ শুরু হলো: স্বাস্থ্যমন্ত্রী

মহসীন কবির: [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ডিবিসি টিভি ও মানবজমিন

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিপূর্বে যারা করোনার টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।অ্যাপ ছাড়াও টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে করোনা টিকা নেওয়া যাবে। বছরব্যাপী টিকাদান কর্যক্রম চলবে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে আমরা কোনো সমালোচনা চাই না। এটা মানুষের জীবন রক্ষার্থে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের কাছে ৭০ লাখ ভ্যাকসিন রয়েছে। প্রত্যেককে দুই ডোজ করে ৩৫ লাখ ভ্যাকসিন দেয়া যাবে।

[৫] তিনি বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো গুজব যেন না হয়। আমরা এই কার্যক্রম সুন্দরভাবে করতে চাই। দেশব্যাপী হাজার হাজার স্বাস্থ্যকর্মী এই ভ্যাকসিন কার্যক্রমের জন্য কাজ করছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

[৬] সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ' টিম কাজ করছে।  রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা।  ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়