শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজ শুরু হলো: স্বাস্থ্যমন্ত্রী

মহসীন কবির: [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ডিবিসি টিভি ও মানবজমিন

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিপূর্বে যারা করোনার টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।অ্যাপ ছাড়াও টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে করোনা টিকা নেওয়া যাবে। বছরব্যাপী টিকাদান কর্যক্রম চলবে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে আমরা কোনো সমালোচনা চাই না। এটা মানুষের জীবন রক্ষার্থে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের কাছে ৭০ লাখ ভ্যাকসিন রয়েছে। প্রত্যেককে দুই ডোজ করে ৩৫ লাখ ভ্যাকসিন দেয়া যাবে।

[৫] তিনি বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো গুজব যেন না হয়। আমরা এই কার্যক্রম সুন্দরভাবে করতে চাই। দেশব্যাপী হাজার হাজার স্বাস্থ্যকর্মী এই ভ্যাকসিন কার্যক্রমের জন্য কাজ করছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

[৬] সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ' টিম কাজ করছে।  রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা।  ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়