শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমন্বিতভাবে কাজ করা গেলে ২১ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব: ওয়েবিনারে বক্তারা

কূটনৈতিক প্রতিবেদক: [২] ‘শিল্পের সাশ্রয়ী এনার্জি’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা বলেন, শিল্প ছাড়া কৃষি ও পরিবহন খাতেও জ্বালানি সাশ্রয়ে কাজ করতে হবে।  সচেতনতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

[৩] প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে ইডকল যে ঋণ দেয়, সেই ঋণের জায়গা বাড়াতে হবে। এসএমইকেও এর আওতায় আনা যেতে পারে। পরিবহন খাতেও মনোযোগ দেওয়ার সুযোগ রয়েছে।

[৪] জাতিসংঘের ক্লাইমেট ভার্নারেবল ফোরামের প্রতিনিধি আবুল কালাম আজাদ বলেন, সাশ্রয়ের কথা না বলে এতে খরচ কমবে, সেটি আগে বলতে হবে। টেস্টিং ল্যাবরেটরি শুধু জাতীয় পর্যায়ে নয়, আঞ্চলিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

[৫] বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, আমরা যদি কম সুদে ঋণ দিতে পারি এবং সাশ্রয়ী যন্ত্রপাতি স্থাপনে ট্যাক্স ইনসেনটিভ দেওয়া হয় তবেই এসব প্রকল্প বেশি করে বাস্তবায়ন সম্ভব হবে।

[৬] এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, জ্বালানি সাশ্রয়ে যন্ত্রপাতি টেস্টিং ল্যাব স্থাপন করা প্রয়োজন। তাহলে আমরা এনার্জি সাশ্রয়ী নিশ্চিত করতে পারবো।

[৭] বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক বলেন, বিনিয়োগ অবশ্যই গ্রিন হতে হবে। টেকনোলজি আপগ্রেডেশন মানেই গ্রিন ফিন্যান্সিং। তবে গ্রিন ফিন্যান্সিং ঠিকমতো হয় না। হলেও আমরা নিতে পারি না ঠিকমতো।

[৮] সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি ‘স্রেডা’র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রাইমারি এনার্জি ৫০ শতাংশ ব্যবহৃত হয় শিল্পে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়