শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতার পদত্যাগ

আরমান কবীর, টাঙ্গাইল: শেখ হাসিনাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশব্যাপী গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখল এবং মাদক ব্যবসা, মানবাধিকার লঙ্ঘন ও শীর্ষ নেতাদের নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক মোস্তফা বেপারী ওরফে ভান্ডারী।

শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত পদত্যাগ পত্র পাঠিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন তিনি।

লিখিত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের কর্মীদের অসহায় করে দেশ থেকে পলায়নসহ নানা কারণে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্বেচ্ছায় আজীবনের জন্য পদত্যাগ করছেন তিনি।

এই পদত্যাগ পত্র গ্রহণের পাশাপাশি সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দানের অনুরোধ করেন। রাতে পদত্যাগের ঘটনা প্রকাশিত হলে আওয়ামী মৎস্যজীবী নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে মুঠোফোনে মোস্তফা ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় কাউন্সিল নির্বাচনের কারণে টাঙ্গাইল সদরের এমপি সানোয়ার হোসেনের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে ছিলাম। কারো কোনো ভয়ভীতি বা চাপের কারণে নয় সজ্ঞানে স্বেচ্ছায় আমি ত্যাগ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়