শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে আবারও ছয়জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) ভোররাত ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপির দায়িত্বাধীন ৩৩৬/৬-এস সীমানা পিলার বরাবর ভারতের অভ্যন্তর থেকে ছয়জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। ঘটনাস্থলে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের শনাক্ত করে আটক করে।

আটককৃতরা হলেন—নড়াইল জেলার কালিয়া থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সজীব হোসেন (৩০), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), সন্তান ইয়ানুর ইসলাম (৮) ও সাদিয়া খাতুন (১); একই উপজেলার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) এবং তার স্ত্রী কহিনুর বেগম (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় এক বছর আগে দালালের সহায়তায় কাজের খোঁজে ভারতের মুম্বাই যান। সেখানে কিছুদিন বসবাসের পর আট থেকে দশ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে সীমান্তে পাঠায়। গত ৪ জুলাই রাতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে।

৪২ বিজিবি জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ সংগ্রহ করা হয়েছে। এসব নথির ভিত্তিতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়।

৪২ বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়