শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে হ্যামকো কারখানায় দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট

মুখোশধারী ডাকাতরা ৮ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নিয়ে গেল ১৫ টন অ্যালুমিনিয়াম ও অন্যান্য কাঁচামাল

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন "এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ" নামের একটি কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে মুখোশধারী ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ডাকাতদল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ ১১ জনকে (৭ জন প্রহরী ও ৪ জন শ্রমিক) জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা গুদামে ঢুকে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে লোড করে নিয়ে যায়। এসব কাঁচামাল কারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য সংরক্ষিত ছিল, যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশি।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় ৮ ঘণ্টা ভেতরে অবস্থান করে এবং ভোর ৪টার দিকে ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শনিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, "ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগী কর্তৃপক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়