শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবা-ফেন্সিডিল ও সাড়ে ৩ লাখ টাকাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার ও যাত্রাবাড়ী এবং নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটকদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাটালিয়নের একটি দল সিদ্দিরগঞ্জের বাঘমারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট মোসা. সালমা (৩০) নামের একজনকে আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৩ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন র‌্যাব- ১০ এর অপর একটি দল চকবাজারের আরএনডি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫২০টাকাসহ রওশন আক্তার রুবী (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

এদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪৪ বোতল ফেন্সিডিলসহ আতিক হাসান (৩৪) ও হাসান আলী (৪৪) নামের দুজনকে আটক করা হয়। ফেন্সিডিল ছাড়াও তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে. আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নারায়নগঞ্জ, যাত্রাবাড়ী ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করছিলো। সম্পাদনা: ফরহাদ বিন ‍নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়