শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবা-ফেন্সিডিল ও সাড়ে ৩ লাখ টাকাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার ও যাত্রাবাড়ী এবং নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটকদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাটালিয়নের একটি দল সিদ্দিরগঞ্জের বাঘমারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট মোসা. সালমা (৩০) নামের একজনকে আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৩ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন র‌্যাব- ১০ এর অপর একটি দল চকবাজারের আরএনডি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫২০টাকাসহ রওশন আক্তার রুবী (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

এদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪৪ বোতল ফেন্সিডিলসহ আতিক হাসান (৩৪) ও হাসান আলী (৪৪) নামের দুজনকে আটক করা হয়। ফেন্সিডিল ছাড়াও তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে. আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নারায়নগঞ্জ, যাত্রাবাড়ী ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করছিলো। সম্পাদনা: ফরহাদ বিন ‍নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়