শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবা-ফেন্সিডিল ও সাড়ে ৩ লাখ টাকাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার ও যাত্রাবাড়ী এবং নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটকদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাটালিয়নের একটি দল সিদ্দিরগঞ্জের বাঘমারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট মোসা. সালমা (৩০) নামের একজনকে আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৩ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন র‌্যাব- ১০ এর অপর একটি দল চকবাজারের আরএনডি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫২০টাকাসহ রওশন আক্তার রুবী (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

এদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪৪ বোতল ফেন্সিডিলসহ আতিক হাসান (৩৪) ও হাসান আলী (৪৪) নামের দুজনকে আটক করা হয়। ফেন্সিডিল ছাড়াও তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে. আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নারায়নগঞ্জ, যাত্রাবাড়ী ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করছিলো। সম্পাদনা: ফরহাদ বিন ‍নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়