আসিফুজ্জামান পৃথিল: [২] দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ইউরোপীয়ান কূটনীতিকরা অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। শুক্রবার ইইউ এর পররাষ্ট্র প্রধান জোসেফ বোরেল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে স্বাক্ষাতের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা এলো। বিবিসি
[৩] সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তাদের কোনও কূটনীতিক এ ধরণের বিক্ষোভে অংশ নেননি। বিবিসি
[৪] নাভালনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের তীব্র সমালোচনার জন্য পরিচিত। গত আগস্টে তাকে বিষপ্রয়োগ করা হয়। এরপর চিকিৎসার জন্য জার্মানি নেওয়া হলে জানা যায়, তাকে রুশ নার্ভ এজেন্ট নভিচক দেওয়া হয়েছে। জানুয়ারিতে গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন এব গ্রেপ্তার হন। তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।