স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন নাজমুল হোসেন শান্ত। এক সেঞ্চুরির পাশাপাশি আছে ইমপ্যাক্টফুল ইনিংস। এরপরই ধারণা করা হচ্ছিল, হয়তো বিশ্বকাপ দলে সুযোগ পেতে যাচ্ছেন শান্ত।
তবে শান্ত সমর্থকদের জন্য হতাশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে বিবেচনা করেনি নির্বাচকরা। তাকে ছাড়াই আইসিসিকে প্রাথমিক দল পাঠিয়েছে বিসিবি। এমনটাই খবর ডেইলি সানের। --- ডেইলি ক্রিকেট
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে খুব একটা চমক নেই। নিয়মিত মুখদের নিয়েই দল সাজানো হয়েছে। সিলেটে অধিনায়ক লিটন কুমার দাস ও নির্বাচক হাসিবুল হোসেন শান্তর সাথে মিটিং শেষে দল চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পরে ১ জানুয়ারি বিসিবি সভাপতির অনুমোদনের পর তা আইসিসিতে পাঠানো হয়েছে।
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কোয়াড থেকে পরিবর্তন আনা যাবে। তবে ডেইলি সানের খবর, বিপিএলে অপ্রত্যাশিত কিছু না ঘটলে দলে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই ক্ষীণ।
দীর্ঘ দিন ধরেই টি-টোয়েন্টি দলের বাইরে শান্ত। বিপিএলে পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল বিপিএল স্কোয়াডে জায়গা পেতে পারেন। তবে নির্বাচকরা ভেবে রেখেছেন অন্য কিছু।
শান্ত যে পজিশনে ব্যাট করেন, সেখানে খেলেন অধিনায়ক লিটন। এছাড়াও চার নম্বর পজিশনের জন্য নির্বাচকদের বিবেচনায় পারভেজ হোসেন ইমন। তাই হয়তো শান্তকে বিবেচনা করেনি নির্বাচকরা। তবে বাঁহাতি এ ব্যাটারের সামনে এখনো সুযোগ আছে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেওয়ার।