স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরেক ম্যাচে হোঁচট খেয়েছে লিভারপুল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লিডসের সাথে গোলশূন্য ড্র করেছে অলরেডস।
অ্যানফিল্ডে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য দেখায় লিভারপুল। কিন্তু লিডসের বিপক্ষে ব্যবধান গড়ে দেয়ার মতো কিছুই করে দেখাতে পারেনি স্বাগতিকরা। উল্টো গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে গোল হজম করতে বসেছিল তারা। জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নতুন বছর শুরু করতে হয়েছে আর্নে স্লটের দলকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচের পর হোঁচট খেয়েছে লিভারপুল। এতে ১৯ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। রাতে সান্ডারল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।