স্পোর্টস ডেস্ক: [২] দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের সাথে সিরিজে থাকছেন তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী রাব্বি। জাতীয় দলে না খেললেও দলের সিনিয়র খেলোয়াড়দের সাথে নিজেকে পরিণত করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।
[৩] চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের আগে অনুশীলন করতে নেমে রাব্বি গণমাধ্যমকে বলেন, গত এক বছরে আমার মানসিকতার অনেক উন্নতি হয়েছে। আগে এক-দুইটা খারাপ ইনিংস খেললে বা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম। এখন ওরকম নেই। এখন আমি জানি ভালো সময়ে কীভাবে ফেরা যায়।
[৪] সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই- সবাইকে আগে কখনো একসাথে পাইনি। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারছি, এ নিয়ে অনেক রোমাঞ্চিত ছিলাম। টেস্টে এসে আবার তিনজনকে পাচ্ছি। তামিম ভাই সাকিব ভাইদের খেলা দেখে ছোট থেকে বড় হয়েছি।
[৫] রাব্বি আরও বলেন, সিনিয়র ভাইদেরকে যতই দেখি ততই আসলে অবাক হই। মুশফিক ভাইর কথা তো আমরা সবাই জানি। সাকিব ভাই তামিম ভাইও এই পর্যায়ে এসে যে হার্ড ওয়ার্ক করে। ওদের সাথে সবসময় কথা বলি এসব বিষয় নিয়ে। এখন যে যুগ, নিজেকে ওভাবে তৈরি না করলে খেলা খুব কঠিন হয়ে যায়। সবার কাছ থেকেই ভালো ভালো জিনিস শেখার চেষ্টা করছি।