অনন্যা আফরিন: [২] জানুয়ারি মাসের শেষ দুই দিন পশ্চিমবঙ্গ সফর করবেন অমিত শাহ। জানা গেছে সে সফরে রাজনৈতিক কর্মসূচী থাকছে না। মূলত থাকবে ধর্মীয় কর্মসূচী। ২৯ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে যাবেন। সেখানকার সমাবেশ শেষে মতুয়াগুরু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিবেন । তারপর তিনি সেদিনই মায়াপুরে ইসকন মন্দিরে পুজাতে অংশ নিবেন ।তিনি প্রতিটি কর্মসূচির আগেই ধর্মীয় কোননা কোনও অনুষ্ঠানে অংশ নেন। আনন্দবাজার
[৩] অমিত শাহের বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়ার বিষয়ে দায়িত্ব পালন করছে পুরুলিয়ার বিজেপি এমপি জ্যোতির্ময় সিংহ মাহাত।
[৪] বিধানসভায় নির্বাচনের আগে মানুষের ধর্মীয় আবেগকে হাতিয়ার করতে চায় বিজেপি। রাজ্যের সব নেতারা একই কাজ করে চলেছেন ।শুধু হিন্দু দেবদেবীয় নয়, বিভিন্ন হিন্দুগুরুর ভক্তদের আবেগ ছুঁতে চান বিজেপি নেতারা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল