শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক এমপি আব্দুল মজিদ মণ্ডলের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] জেলার -৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডলের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।

[৩] শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই ঈদগাহ মাঠে জানা শেষে রূপনাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

[৪] এ সময় মরহুমের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান, চৌহালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রশিদ। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আলী আলম, আরিফুল ইসলাম সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

[৫] আব্দুল মজিদ মণ্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার উত্তরার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

[৬] তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তানভীর শাকিল জয় এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ দলের অন্যান্য নেতারা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়