শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ

রাহুল রাজ : [২]ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আজ শুক্রবার ২২ জানুয়ারি, সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

[৩] গত বুধবার দুর্দান্ত এক জয় দিয়ে ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এমন হারে হতাশায় নিমজ্জিত প্রথম সারির ১২ জন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ।

[৪] ম্যাচটিতে ক্যারিবীয় দলে ছয় জনের অভিষেক হয়েছিল। কিন্তু নিজেদের মেলে ধরতে পারেনি তারা। তবে দলটির ব্যাটসম্যানরা যদি আরও কিছু রান জড়ো করতে পারতো, তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

[৫] ওইদিন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে ৩২.২ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন সাকিব আল হাসান। ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন সাকিব।

[৬] এদিকে এই ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া টাইগাররা খেলবে উইনিং কম্বিনেশন নিয়েই। অন্যদিকে একটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজের একাদশে। চেমার হোল্ডারের বদলে একাদশে সুযোগ পেয়েছেন কেজর্ন অটলে।

[৭] একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, এনক্রুমাহ বনার, আকিল হোসেন, আলজারি জোসেফ ও কেজর্ন অটলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়