শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ

রাহুল রাজ : [২]ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আজ শুক্রবার ২২ জানুয়ারি, সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

[৩] গত বুধবার দুর্দান্ত এক জয় দিয়ে ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এমন হারে হতাশায় নিমজ্জিত প্রথম সারির ১২ জন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ।

[৪] ম্যাচটিতে ক্যারিবীয় দলে ছয় জনের অভিষেক হয়েছিল। কিন্তু নিজেদের মেলে ধরতে পারেনি তারা। তবে দলটির ব্যাটসম্যানরা যদি আরও কিছু রান জড়ো করতে পারতো, তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

[৫] ওইদিন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে ৩২.২ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন সাকিব আল হাসান। ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন সাকিব।

[৬] এদিকে এই ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া টাইগাররা খেলবে উইনিং কম্বিনেশন নিয়েই। অন্যদিকে একটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজের একাদশে। চেমার হোল্ডারের বদলে একাদশে সুযোগ পেয়েছেন কেজর্ন অটলে।

[৭] একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, এনক্রুমাহ বনার, আকিল হোসেন, আলজারি জোসেফ ও কেজর্ন অটলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়