শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিসুল হক : ওয়েলকাম ব্যাক সাকিব

আনিসুল হক : সাকিব যে সর্বশেষ ঘরোয়া ম্যাচগুলোতে ভালো করেননি, তা আপনিও জানেন, আমিও জানি, সাকিবও জানেন। নির্বাচকেরা একটু বেশি জানেন বলে মনে হলো। তারপরেও কাল লিখেছিলাম, রোজ ইজ আ রোজ ইজ আ রোজ ইজ আ রোজ। সাকিব হচ্ছে সাকিব হচ্ছে সাকিব হচ্ছে সাকিব। একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই। ইংল্যান্ডে যখন বিশ্বকাপ হচ্ছে, তখন কিন্তু সাকিব জানেন, আইসিসি তার বিরুদ্ধে তদন্ত করছেন। তিনি হোয়াটসঅ্যাপে কী লিখেছেন, তাও তিনি জানেন। তারপরেও তিনি যে খেলাটা খেললেন। বাংলাদেশ বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনালে গেলে সাকিবই হতে পারতেন ম্যান অব দ্যা বিশ্বকাপ। সাকিব এই গ্রহের মানুষ নন। হি ইজ অ্যান এলিয়েন।

আবার হোয়াটসঅ্যাপের ওই কনভার্সেশন প্রমাণ করেছে, তিনি মানুষ, তিনি ভুল করেন। এক বছরের বেশি সময় পর আর্ন্তজাতিক ম্যাচ খেলতে নেমে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে তিনি প্রমাণ করলেন, তিনি আপনার আমার মতো ভাত খাওয়া টাইপ না। ২২জন খেলোয়াড় নেমেছিলেন, তাদের সবাইকেই উইকেট হেল্প করেছে, কিন্তু ৪টা উইকেট একজনই পেয়েছেন, ম্যান অব দ্যা ম্যাচও একজনই হয়েছেন। আজকের রাতে অন্তত আসুন, আমরা প্রাণখুলে হাততালি দিই। বলি, ওয়েলকাম ব্যাক সাকিব। ক্রিকইনফো ডট কমই ঠিক হেডলাইন করেছে, সাকিব’স হাংগার অ্যান্ড ডিজায়ার ফেচেস ইমেডিয়েট সাকসেস। সাকিবের ক্ষুধা আর ইচ্ছা আশু সাফল্য ফলিয়েছে। সোজা বাংলায়, সাকিবের জিদ জয় এনে দিয়েছে বাংলাদেশকে। আমি সাকিব আল হাসানকে ভালোবাসি। সবাইকেই ভালোবাসি। কিপ ইট আপ, জেদি চ্যাম্পিয়ন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়