শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যাকসিন উপহার দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলো ভারত: ভারতীয় হাইকমিশনার

মাছুম বিল্লাহ ও মহসীন কবির: [২] হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন।

[৩] উপহার হিসেবে ভারতের দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা দেশটির ঢাকাস্থ দূতাবাসের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থমন্ত্রী জাহিদ মালেকের নিকট হস্তান্তর করেছেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ হস্তান্তর অনুষ্ঠান হয়।

[৪] বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের অঙ্গিকার হিসেবে একসাথে করোনা মোকাবেলার জন্য, প্রতিবেশি প্রথম হিসেবে, ভারতে টিকা প্রদানের চার দিন পরই দেয়া হল।

[৫] বাংলাদেশের গুরুত্ব ভরতের কাছে মাথায় রেখেই দেয়া হল, এই কঠিন সময় ভারত বাংলাদেশ একসাথে মোকাবেলা করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারত সরকার প্রমাণ করেছে বাংলাদেশ তাদের পরম বন্ধু। ১৫ নভেম্বর সেরামের সাথে বেক্সিমকোর চুক্তি হয়।

[৬] এর আগে ভারতের দেয়া উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর এই টিকার একটি অংশ নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে উপহার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়