শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যাকসিন উপহার দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলো ভারত: ভারতীয় হাইকমিশনার

মাছুম বিল্লাহ ও মহসীন কবির: [২] হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন।

[৩] উপহার হিসেবে ভারতের দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা দেশটির ঢাকাস্থ দূতাবাসের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থমন্ত্রী জাহিদ মালেকের নিকট হস্তান্তর করেছেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ হস্তান্তর অনুষ্ঠান হয়।

[৪] বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের অঙ্গিকার হিসেবে একসাথে করোনা মোকাবেলার জন্য, প্রতিবেশি প্রথম হিসেবে, ভারতে টিকা প্রদানের চার দিন পরই দেয়া হল।

[৫] বাংলাদেশের গুরুত্ব ভরতের কাছে মাথায় রেখেই দেয়া হল, এই কঠিন সময় ভারত বাংলাদেশ একসাথে মোকাবেলা করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারত সরকার প্রমাণ করেছে বাংলাদেশ তাদের পরম বন্ধু। ১৫ নভেম্বর সেরামের সাথে বেক্সিমকোর চুক্তি হয়।

[৬] এর আগে ভারতের দেয়া উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর এই টিকার একটি অংশ নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে উপহার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়