আসিফুজ্জামান পৃথিল: [২] হোয়াইট হাউজের এক উপদেষ্টা জানিয়েছেন, শুধু ট্রাম্প নন, মার্কিন প্রেসিডেন্ট নিবাসের সব কর্মীরাই রেগে আছেন। আর মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন, তাকে রক্ষার জন্য তার নিজের লোকেরাই কিছু করেননি। এজন্য তার মন খারাপ। সিএনএন
[৩] সূত্রটি বলছে, ট্রাম্প নিজেকেই দয়া দেখানোর মুডে রয়েছেন। তবে কর্মীরা মনে করেন, বর্তমান পরিস্থিতির জন্য ট্রাম্প নিজেই দায়ী, অন্য কেউ নয়। তবে রিপাবলিকানরা পাশে না দাঁড়ানোয় সবচেয়ে বেশি হতাশ হয়েছেন ট্রাম্প। তার মতে, নিজ ঘরের লোরোই যদি বেঈমানি করে, তবে লড়াই করার আর কোনও মানে থাকে না। এনবিসি
[৪] আরেক উপদেষ্টা জানিয়েছেন, গালিগালি খাবার ভয়ে হোয়াইট হাউজ কর্মীরা ট্রাম্পের আশেপাশে যেতে ভয় পাচ্ছেন। তিনি একটি কক্ষে নিজেকে লুকিয়ে রেখেছেন। সেখানে মেলানিয়া ট্রাম্প পর্যন্ত যাবার সাহস পাচ্ছেন না।