শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৪:৫২ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন বছরে কোভিডের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি তৈরি হবে না, সতর্ক করল হু

রাশিদুল ইসলাম: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা বলেছেন, বিপুল জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হলেও এবছরেও কোভিডের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি তৈরি হবে না। বিশ্ব জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সবচেয়ে দ্রুত হারে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন সোমবার বলেন, করোনা মহামারী প্রতিরোধে এখনও সময় লাগবে। করোনায় এ পর্যন্ত বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ৯ কোটি মানুষ। মারা গিয়েছেন ২০ লাখ। সৌম্যা স্বামীনাথন বলেন, এ বছরেও সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন হাত ধোঁয়া এবং মাস্ক পরার পরামর্শ দেন তিনি।

[৪] ভারতে টিকা দেওয়া শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। প্রথম ৩০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। ডাক্তার, স্বাস্থ্যকর্মী তথা কোভিড ফ্রন্টলাইন ওয়ার্কারদের (পুলিশ, পৌরসভার কর্মীরা) টিকা দেওয়ার পর প্রবীণ ও কোমর্বিডিটির রোগীরা টিকার অগ্রাধিকার পাবেন। ৫০ বছরের কম যাদের শরীরে ক্রনিক রোগ রয়েছে তাদেরও রাখা হয়েছে টিকা অগ্রাধিকারের তালিকায়। চার ক্যাটাগরিতে হবে টিকাদান কর্মসূচি। ৩০ কোটি মানুষকে ভ্যাকসিনের দুটি করে ডোজ দিতে মোট ৬০ কোটি ডোজ দরকার পড়বে। এই বিপুল পরিমাণ ডোজ সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক তৈরি করবে। দুই সংস্থাই জানিয়েছে, তারা একজোট হয়ে টিকার উৎপাদন ও বিতরণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়