স্পোর্টস ডেস্ক : [২] ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ঠিকই, তবে সহজে নয়। অনেক ঘাম ঝড়িয়ে। যার পরনাই লড়াই করেও তাদের মিলছিল না জালের দেখা। শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন পল পগবা। বার্নলিকে হারিয়ে লিভারপুলকে টপকে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।
[৩] প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে কোচ উলে গুনার সুলশারের দল। প্রতিযোগিতার সফলতম দলটির এটি টানা তৃতীয় জয়। ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।
[৪] উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারানো এভারটন ৩২ পয়েন্ট নিয়ে চারে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে বার্নলি। - দ্য সান/ গোল ডটকম