ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের রুহুল্লারডেপা এলাকায় অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ৮হাজার ৯শ' পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব১৫।
[৩] রোববার দুপুরে সাবরাং ইউপি রুহুল্লারডেপা এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,সাবরাং ইউপি কাটাবুনিয়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন(২০)।
[৪] রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,রোববার দুপুরে সাবরাং ইউপি রুহুল্লারডেপা গ্রামের আমির হোসেনের মুদির দোকানে সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৮হাজার ৯শ'পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।