শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৈমুরকে বিয়ে করতে চাই, কার আবদারে চমকে গেলেন করিনা?

আনন্দবাজার: বলিউডের নয়নমণি তৈমুর আলি খানকে বিয়ে করতে চান নোরা!

জোনস নন, ফতেহি। রূপোলি পর্দার ‘গর্মি’ নোরা ফতেহি। যাঁর একটুখানি ঠাটঠমকেই আগুন জ্বলে পর্দায়। সেই নোরাই করিনাকে জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান তৈমুরকে।

শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন করিনা। বোধহয় ভাবছিলেন ঠিক শুনছেন তো! কিন্তু নোরা তাঁর বক্তব্যে অনড় তখনও। হাসছেন না। মজার ছলে উড়িয়েও দিচ্ছেন না বিষয়টা। বউমা হতে চেয়ে নাছোড়বান্দা নোরার এমন আবদারে বেগম করিনা কিছু ক্ষণের জন্য চিন্তাতেও পড়েছিলেন বোধহয়।

তার পর নিজেই হেসে উঠলেন। কিছুটা অপ্রস্তুত হয়েই বললেন, ‘‘যাই হোক, ওর বয়স তো অনেক কম। বিয়ে এখন অনেক দূরের ব্যাপার।’’

কিন্তু তাতেও দেখা গেল আপত্তি নেই নোরার।

পাত্রের বয়স চার। আর তিনি এখন ২৯-এর দোরগোড়ায়। তবু সে সব কোনও বিষয়ই নয় নোরার কাছে। মুহূর্তে করিনাকে তাঁর জবাব, ‘‘দরকার হলে ওর জন্য অপেক্ষা করব আমি। শুধু চাই, ও তাড়াতাড়ি বড় হয়ে যাক।’’

করিনার রেডিয়ো চ্যাট শো হোয়াট উইমেন ওয়ান্টস-এ এসেছিলেন নোরা। তিনি কী চান, করিনা তা জানতে চাইলে নোরা বলেন, ‘‘তৈমুরকে বিয়ে করতে চাই আমি।’’

আসলে নোরার নাচের প্রশংসা করছিলেন করিনা। বলছিলেন সইফ আর তিনি নোরার নাচ দেখে মুগ্ধ। তারই উত্তরে নোরা আচমকা বলে বসেন, ‘‘তা হলে তো আমি আর তৈমুর এনগেজমেন্ট কিংবা বিয়ের কথা ভাবতেই পারি। তাই না!’’

করিনা-সইফের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ফেব্রুয়ারিতেই। তবে তার মধ্যেও পুরোদমে কাজ করে চলেছেন করিনা কপূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়