রাহুল রাজ: [২] চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে উঠলো সাইফ স্পোর্টিং।
[৩] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ৬ জানুয়ারি শুরু থেকে চট্টগ্রাম আবাহনীর ওপর চড়াও হয় সাইফ। খেলা শুরুর অষ্টম মিনিটে ১ গোলে এগিয়ে যায় সাইফ।
[৪] ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করে সাইফ। ৭১ মিনিটে তারা স্কোর ২-০ করে। আরিফুরের চিপ প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন কেনেথ।
[৫] শেষ দিকে চট্টগ্রাম আবাহনী ১০ জন নিয়ে খেলেছে।
[৬] চট্টগ্রাম আবাহনীর জালে শেষ মুহূর্তে আবারও বল ঢোকে। মারুফুল হকের দলকে বড় জয় এনে দিতে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন আরাফাত।
[৭] শনিবারের ৯ জানুয়ারি ফাইনালে সাইফের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। - বাফুফে