আব্দুল্লাহ যুবায়ের: [২] গত মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, দ্বীপটির বিধ্বস্ত ‘ওয়াটার ও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’-কে পুনঃ নির্মাণের জন্য এই অর্থ সহায়তা দিচ্ছে তারা। আল জাজিরা
[৩] ক্যারিবিয়ান এই দ্বীপে ৩০ লাখেরও বেশি মানুষ বাস করেন। ২০১৭ সালের ঘুর্ণিঝড় ‘হারিকেন মারিয়া’-এর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই, গত বছর ভয়াবহ ভূমিকম্পে পুনরায় ক্ষতিগ্রস্ত হয় এ দ্বীপটি। ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে হাজারো বাড়িঘর। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। ধ্বংস হয়েছে দ্বীপটির ওয়াটার ও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।
[৪] ঘুরে দাঁড়াবার জন্য ট্রাম্প প্রশাসন ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত এ দ্বীপটিকে ৪ হাজার ৪’শ কোটি ডলার অনুদান দিয়েছে।
[৫] গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, পুয়ের্তেরিকোকে পুনর্গঠনে আন্তরিক প্রেসিডেন্ট ট্রাম্প। আশা করা যায়, খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে এই দ্বীপটি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল