মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ করলেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান "ঘোষণা দেন এক বছররের জন্য বসতবাড়ীর ট্যাক্স" ট্যাক্স মওকুফ করেন।
[৩] মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হাসান এ তথ্য নিশ্চিত করেন।
[৪] তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য যা দিয়েছেন, তা পূরণ হওয়ার নয়। মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার ইউনিয়নের প্রতিটি বসতবাড়ির নতুন বছরের ২০২১ সালের ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়। আলীপুর ইউনিয়নের বাসিন্দাগন গত বছরের ট্যাক্স পরিশোধ করলেই মুজিবশতবর্ষে তাদেরকে এই সুবিধা দেয়া হবে। তবে প্রতিবছরে আলীপুর ইউনিয়নে ৬ লক্ষটাকা ট্যাক্স আদায় হতো।এ বিষয়ে পরিষদের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্বান্ত নিয়েছি। সম্পাদনা: হ্যাপি