শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচি পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রতীক দিতে হাইকোর্টের নির্দেশ

রেজাউল করি: [২] সিরাজগঞ্জ বেলকুচি পৌর নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী মো. আলতাফ হোসেন প্রামানিক এর মেয়র পদে প্রার্থীতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিতে সিরাজগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তাতে নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্ট।

[৩] সুপ্রীমকোর্টের আইনজীবি মো. আক্তার রসুল (মুরাদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

[৪] বিজ্ঞপ্তিতে জানা যায়, ০২ ডিসেম্বর নির্বাচন কমিশন উপসচিব সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রজ্ঞাপন জারী করেন। ২০ ডিসেম্বর ২০২০ইং তারিখে মো. আলতাফ হোসেন প্রামানিক বিএনপি থেকে মনোনিত হয়ে পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ২৩ ডিসেম্বর এক আদেশে আলহাফ হোসেন এর মনোনয়নপত্রটি বাতিল করেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আলতাফ হোসেন আপীলেট অথরিটি অর্থাৎ জেলা প্রশাসক বরাবর ২৮ ডিসেম্বর আপীল দায়ের করেন। তার দায়েরকৃত আপীলটি যথাসময়ে দাখিল না করায় আপীলেট অথরিটি কর্তৃক গৃহীত হয়নি। পরবর্তীতে জেলা রিটানিং অফিসার কর্তৃক ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল এবং আপীলেট অথরিটি কর্তৃক আপীল গ্রহন না করায় বৈধতা চ্যালেঞ্জ করে আলতাফ হোসেন মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। রীট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

[৫] সোমবার (৪জানুয়ারি) সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ তালুকদার এর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, জেলা রিটানিং অফিসারের ২৩ ডিসেম্বর ২০২০ইং তারিখের আদেশ স্থগিত করেন এবং প্রতীক প্রদান পূর্বক সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভা নির্বাচনে মো. আলতাফ হোসেন প্রামানিককে মেয়র পদে প্রতিদদ্ধীতা করার সুযোগ দিতে রিটানিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।

[৭] উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারী বেলকুচি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়