রাশিদুল ইসলাম : [২] বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ব্রিটেনের করোনা স্ট্রেন সফলভাবে চিহ্নিত ও আলাদা করার এ দাবি করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। একটি টুইট করে একথা জানিয়েছে তারা। আইসিএমআর জানিয়েছে, সার্স-কভ-২ ভাইরাসের ব্রিটেনের ভ্যারিয়েন্টকে মানুষের শরীর থেকে আলাদা করতে বা চিহ্নিত করতে এখনও কোনও দেশ সক্ষম হয়নি। কিন্তু ভারত ইতিমধ্যেই তা করে ফেলেছে। দি ওয়াল
[৩] আইসিএমআর জানিয়েছে, ওই নমুনা এখন পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে রয়েছে। ব্রিটেন থেকে ফেরা যাত্রীদের শরীরের নমুনা থেকে এই নমুনা আলাদা করা হয়েছে।
[৪] ব্র্রিটেন থেকে ফেরা নাগরিকদের নমুনা নিয়ে ভেরো সেল লাইন প্রযুক্তি ব্যবহার করে এই সার্স-কভ-২ ভাইরাসের ব্রিটেনের ভ্যারিয়েন্টকে আলাদা করা সম্ভব হয়েছে। ভারতে ফেরা নাগরিকদের মধ্যে ২৯ জনের শরীরে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যায়। নতুন এই ভ্যারিয়েন্টের গতি প্রকৃতি বুঝে উঠতেই ভাইরাসকে চিহ্নিত করার পর এ সম্পর্কে বিস্তারিত আরো তথ্য জানতে ভারতের বিজ্ঞানীরা কাজ করছেন।