ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি বা ফাঁদে পা না দিয়ে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকার গণমাধ্যমের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছাতে চায়, তাই প্রশাসন ও গণমাধ্যম—উভয়কেই আরও গণমাধ্যমবান্ধব হতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা-২০২৫’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, গণমাধ্যমের ওপর সাধারণ মানুষের অগাধ আস্থা রয়েছে। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত বিষয় হওয়ায় ভোটের সময় জনগণ সংবাদ পাওয়ার জন্য গণমাধ্যমের দিকে মুখিয়ে থাকে। কোথায় কেমন ভোট পড়ল, পরিস্থিতি কেমন—এসব তথ্য জানার ক্ষেত্রে গণমাধ্যমই মানুষের প্রধান ভরসা। তাই এই সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে যায়। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা নিজেদের পেশাগত সুনাম আরও বৃদ্ধি করতে পারেন।
রাজশাহীর সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, রাজশাহীর মূলধারার সংবাদমাধ্যমগুলো জাতীয় পর্যায়েও গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করে থাকে। সাময়িকভাবে চটকদার সংবাদ দিয়ে আলোচনায় আসা গেলেও দীর্ঘমেয়াদে মাঠে টিকে থাকতে হলে মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই।
নির্বাচনি মিডিয়া সেল প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পর্যায়ে প্রতিদিন সাংবাদিকদের ব্রিফ করবেন। একই সঙ্গে জেলা পর্যায়েও নিয়মিতভাবে সাংবাদিকদের সঙ্গে তথ্য বিনিময়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মিডিয়া সেল চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই মিডিয়া সেলের মাধ্যমে বিভাগের সার্বিক চিত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে। এতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত হবে। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক দূরত্ব কমে আসবে।
তিনি নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের যেসব জটিলতা রয়েছে, তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।
মতবিনিময় সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। তিনি একই সঙ্গে সভায় সভাপতিত্ব করেন।
সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ এবং টেলিভিশন ও জাতীয়-স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা সভায় অংশ নেন।