হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নওরোজ কোচিং সেন্টারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সংলগ্ন আমতলা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরদিন ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার রওশনার রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করা হয় কোচিং সেন্টারের পরিকল্পিত হামলায় প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়। জামায়াত নেতারা ঘটনাটিকে আসন্ন নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।
অন্যদিকে বুধবার ২৮ জানুয়ারি দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে বিএনপি সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে। বিএনপি নেতারা অভিযোগ করেন, সাধারণ মানুষের এনআইডি সংগ্রহ করে পণ্য বিতরণের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তারা নওরোজ নওরোজ কোচিং সেন্টারকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড এবং সেখানে দেশীয় অস্ত্র ও এনআইডি ফটোকপি মজুদের অভিযোগও তুলে ধরেন।
জামায়াত–বিএনপির উভয় পক্ষই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।