শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামী আপসহীনভাবে কাজ করবে: ডা. শফিকুর রহমান

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: আমরা চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘ভোট ও ভাতের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলীর ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তরুণদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’তিনি আরো বলেন, আমরা কথা দিয়েছিলাম কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করবো না, আমাদের উপর জুলুমের প্রতিশোধ নেবো না, আমরা কথা রেখেছি। তাই জামায়াত ইসলামীর সাথে থাকলে সকল ধর্মের মানুষদের সম্পদ ও ‌জানমাল নিরাপদে থাকবে বলে জানান জামায়াতের আমীর।

তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ গড়ার যদি সুযোগ পাই তাহলে নারীদের ইজ্জত রক্ষা করব সম্মানের সাথে ঘরে বাইরে বসবাসের সুযোগ করে দিব। পাঁচ বছর পর একজন সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা জনগণের সম্পদের দিকে নজর দিবেন না। আপনারা সম্পদ লুট করে বেগম পাড়া ও সিঙ্গাপুর বানাবেন না।

বাগেরহাট জেলা জামায়াত আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সভায় আরও দেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস, বাগেরহাট জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা—অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, শেখ মনজুরুল হক রাহাদ, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ও অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এছাড়া বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী তামিম প্রমুখ।

জনসভায় বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেওয়া হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়