শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেশাগত দক্ষতা অর্জনের জন্য নিয়মিত জ্ঞান চর্চা করতে হবে: আইজিপি

সুজন কৈরী: [২] পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে নিয়মিত জ্ঞান চর্চা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ জন কর্মকর্তার ‎‎‎র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আহবান জানান তিনি।

[৩] আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চাই।

[৪] পুলিশ প্রধান বলেন, পুলিশি সেবা সারাদেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহুবিধ কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপকে এগিয়ে নিতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে কোনো আপোস করা যাবে না।

[৫] পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ডিআইজি পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

[৬] ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো. হাবিবুর রহমান, মহা. আশরাফুজ্জামান, এস এম আক্তারুজ্জামান, আমেনা বেগম, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. আজাদ মিয়া, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, আতিক ইসলাম, মো. রুহুল আমিন এবং বাসুদেব বনিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়