শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: [২] চোট জর্জর শ্রীলঙ্কা ২২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিতে পারেনি। সেঞ্চুরিয়ন টেস্টে ১৮০ রানে অলআউট হয়ে ইনিংসে হার মেনেছে সফরকারীরা।

[৩] ফাফ দু প্লেসির অনবদ্য এক পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২১ রান করে। এর আগে তারা লঙ্কানদের প্রথম ইনিংসে ৩৯৬ রানে থামায়। চতুর্থ দিন লাঞ্চের পর পর ইনিংস ও ৪৫ রানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ১-০ তে এগিয়ে থেকে ৩ জানুয়ারি জোহানেসবার্গে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে প্রোটিয়ারা।

[৪] ২ উইকেটে ৬৫ রানে মঙ্গলবারের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৩৩ রানে খেলতে নামেন কুশল পেরেরা ও দিনেশ চান্ডিমাল ২১ রানে। স্কোরবোর্ডে আর ২০ রান যোগ করার পর ভাঙে ৬৩ রানের জুটি। চান্ডিমাল ২৫ রানে আউট হন। শেষ পর্যন্ত এটাই ছিল সফরকারীদের সেরা জুটি।

[৫] পঞ্চম হাফসেঞ্চুরি করা কুশল ৬৪ রানে বিদায় নেন। তার আউটের পর ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছিল লঙ্কানরা। কিন্তু ১২ চারে সাজানো হাসারাঙ্গার ৫৯ রানের ইনিংসের সমাপ্তির সঙ্গে সেই স্বপ্নেরও সমাধি ঘটে।

[৬] লঙ্কানদের প্রথম ইনিংসের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা এই ইনিংসে নামেননি। তাতে দশম ব্যাটসম্যান হিসেবে কাসুন রাজিথা আউট হতেই জয়ের উল্লাসে মাতে দক্ষিণ আফ্রিকা।

[৭] দক্ষিণ আফ্রিকার পক্ষে এই ইনিংসে দুটি করে উইকেট নিয়ে সেরা বোলার আনরিখ নর্টিয়া, লুঙ্গি এনগিদি, উইয়ান মুল্ডার ও লুথো সিপামলা। ১৯৯ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা সাবেক প্রোটিয়া অধিনায়ক দু প্লেসি।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়