ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী জসিমের বসত ঘরের পিছনের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি অস্ত্র ও সাতটি বুলেট উদ্ধার করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।
[৩] সোমবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার জসিমের বসত ঘরের পিছনের বাগান থেকে অস্ত্র ও বুলেটগুলো উদ্ধার করা হয়। সামবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক।
[৪] তিনি জানান, সোমবার বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের ইনচার্জ ফয়জুল আজিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে রঙ্গিখালী এলাকার বাসিন্দা মৃত জসিমের বসত বাড়ির পিছনের বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শাটারগান,তিনটি একনলা বন্দুক ও সাতটি সীসা বুলেট উদ্ধার করতে সক্ষম হয়। ঔই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
[৫] তিনি আরো জানান,উদ্ধারকৃত অস্ত্র ও বুলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: সাদেক আলী