শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওহাইও’তে কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে মারল মার্কিন পুলিশ, পথে পথে বিক্ষোভ

রাশিদুল ইসলাম : [২] ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে এই নিয়ে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুন করল পুলিশ। সোমবার রাতে ৪৭ বছর বয়সি আন্দ্রে মরিস হিল তার বাড়ির গ্যারেজে ছিলেন, কিছু কাজের জন্য। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আন্দ্রে বাঁ হাতে একটি মোবাইল ফোন ধরে আছেন, পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তার ডান হাতটি দেখা যায়নি। তখনই এক পুলিশ তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। মারা যান আন্দ্রে। সিএনএন

[৩] যে পুলিশ গুলি চালিয়েছেন, তার নাম অ্যাডাম কয়। পুলিশ জানিয়েছে, অ্যাডাম ভেবেছিলেন আন্দ্রে মরিস তার দিকে এগিয়ে আসছিলেন অস্ত্র হাতে। অ্যাডামকে মেরে ফেলতেন তিনি, তাই আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন অ্যাডাম। কিন্তু এটা খুব বড় ভুল হয়ে গেছে। শুধু তাই নয়, তথ্য বলছে, অ্যাডামের বিরুদ্ধে আগেও এরকম অতিরিক্ত সতর্কতার অভিযোগ রয়েছে।

[৪] প্রাথমিক তদন্তে জানা গেছে, আন্দ্রে মরিসের কাছে কোনও অস্ত্র ছিল না। গত ৪ ডিসেম্বরে ২৩ বছরের কৃষ্ণাঙ্গ তরুণ ক্যাসে বড়দিনের ছুটিতে বাড়ি ফিরছিলেন, তার হাতের স্যান্ডউইচকে অস্ত্র বলে ভুল করে গুলি চালিয়ে বসে পুলিশ। মারা যায় ক্যাসে।

[৫] শাস্তি হিসেবে অ্যাডামকে সাসপেন্ড করা হয়েছে, তার সার্ভিস ব্যাজ ও অস্ত্র জমা নিয়েছে পুলিশ দফতর। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ বিভাগে তিনি নিষিদ্ধ থাকবেন।

[৬] পরপর এই দুই হত্যার পরেই ফের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ পতাকা ও ব্যানার নিয়ে পথে নেমেছেন বিক্ষুব্ধ মানুষ। জুন মাসে প্রথম শুরু হয় এ বিদ্রোহ। জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের গলায় হাঁটু চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছিল পুলিশ। সামনে আসে সে ভিডিও। এর পরেই অগস্ট মাসে ফের দেখা যায়, উইসকনসিনের কেনোশায় এক কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেককে পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর সাতটা গুলি চালায় পুলিশ। সেবার জেকব প্রাণে বাঁচলেও, আবারও আছড়ে পড়ে প্রতিবাদের ঝড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়